"দুটি পাতা একটি কুঁড়ির দেশ" নামে খ্যাত জেলা মৌলভীবাজার, দেশের অন্যতম প্রধান পর্যটন ও প্রবাসী অধ্যুষিত অঞ্চল। এ অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ "মৌলভীবাজার সরকারি কলেজ" জ্ঞান বিতরণের প্রধান সূতিকাগার। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাঙ্গনটি তৈরি করেছে হাজার হাজার শিক্ষিত মানবসম্পদ যাঁরা তাঁদের জ্ঞান প্রজ্ঞা আর মেধা দিয়ে সেবা করে যাচ্ছেন দেশে-বিদেশে। চমৎকার এক নৈসর্গিক পরিবেশে স্থাপিত কলেজটি যাত্রা শুরু করেছিলো মাত্র ২৪/২৫ জন শিক্ষার্থী দিয়ে। মানবসম্পদ তৈরির মহান ব্রতকে কাঁধে নিয়ে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ এ কলেজ শিক্ষার্থী সংখ্যার হিসেবে সিলেট বিভাগের সবচেয়ে বড় শিক্ষাঙ্গন।
কেবল পরিমাণগত দিক থেকে নয় বরং গুণগত দিক থেকেও এ প্রতিষ্ঠানটি অন্য সবাইকে ছাড়িয়ে যাবার প্রত্যাশা করে। বর্তমানে এ কলেজে কর্মরত প্রায় ৬০ জন নিয়মিত শিক্ষকের পাশাপাশি বেশ কয়েকজন অতিথি শিক্ষক তাঁদের প্রজ্ঞা, মেধা আর সৃজনশীলতা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন সত্যিকার অর্থেই কলেজটিকে একটি মানবসম্পদ তৈরির আঁতুড় ঘরে পরিণত করতে। আধুনিক শিক্ষা উপকরণের সর্বাধিক ব্যবহার করে প্রাপ্ত সকল সুবিধা কাজে লাগিয়ে মান সম্মত শিক্ষা প্রদানে সর্বদাই সচেষ্ট শিক্ষা প্রশাসন। উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর কলরবে সদা মুখরিত এ প্রতিষ্ঠানটি একদিন দেশের অন্যতম সেরা শিক্ষাঙ্গনে পরিণত হবে এ প্রত্যাশা রাখি। ১৪ টি বিষয়ে স্নাতক (সম্মান) ও ১২ টি বিষয়ে স্নাতকোত্তরসহ বিশাল কলেবরের এ শিক্ষাঙ্গন একদিন শিক্ষার্থীদের আরাধ্য তীর্থক্ষেত্রে পরিণত হবে সে আশা নিয়েই এগিয়ে যাচ্ছে এর শিক্ষা কার্যক্রম।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি টেকসই আর্থসামাজিক উন্নয়নের অন্যতম প্রধান উপাদান হলো মানব সম্পদ। আর এই মানব সম্পদ সৃষ্টিতে মৌলভীবাজার সরকারি কলেজের প্রশাসনসহ সম্মানিত শিক্ষকমণ্ডলী বদ্ধপরিকর। আমাদের শিক্ষার্থীরা কেবলমাত্র পুঁথিগতবিদ্যা অর্জনে নিমগ্ন থাকবে তা নয় বরং প্রতিটি শিক্ষার্থী একেকজন আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে এ প্রত্যাশা ও লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে সদা ব্যস্ত রাখা হয় আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দকে। শ্রেণি শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ সত্যি চোখে পড়ার মতো। আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় এ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ফলাফল ঈর্ষণীয়। সফলতার এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
"জ্ঞান অর্জনের জন্য প্রবেশ করো, সেবার জন্য বেরিয়ে যাও" এ শ্লোগানটিকে সামনে রেখে যথাযথ শিক্ষা গ্রহণ করে মৌলভীবাজার জেলাসহ দেশ বিদেশে ছড়িয়ে যাবে আমাদের শিক্ষার্থীরা, ছড়াবে জ্ঞানের আলো, নিজেকে আলোকিত করবে, পথ দেখাবে আগামী প্রজন্মকে। প্রসারিত হবে মৌলভীবাজার সরকারি কলেজের গৌরবগাঁথা, মসৃণ হবে আমাদের পথ চলা। সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা একটি সুশিক্ষিত জাতি গঠন করে দিতে পারলে তাঁরা আমাদের একটি সমৃদ্ধশালী টেকসই বাংলাদেশ উপহার দিবে। শিক্ষা হউক আনন্দময়, শিক্ষা হউক উন্নত জীবন গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। সত্য, সুন্দর ও কল্যাণের পথে এগিয়ে যাক সবার জীবন এ প্রত্যাশায় সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
প্রফেসর মোঃ মনছুর আলমগীর
অধ্যক্ষ
মৌলভীবাজার সরকারি কলেজ
মৌলভীবাজার